AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬২ পুলিশ সদস্য


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১৮ পিএম, ২৬ এপ্রিল, ২০২৫

বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬২ পুলিশ সদস্য

বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ৬২ পুলিশ কর্মকর্তা ও সদস্য। এই পদকগুলো বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা ক্যাটাগরিতে দেওয়া হবে। 

আগামী ২৯ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদকপ্রাপ্তদের হাতে এসব পদক তুলে দেবেন।

এ বছর পুলিশ সপ্তাহের জন্য পুলিশ সদর দপ্তর ইতোমধ্যেই পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করেছে এবং তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। চলতি সপ্তাহেই এটি গেজেট আকারে প্রকাশিত হবে।

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, এবারের পদক সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় অনেক কম রাখা হয়েছে, কারণ কেবলমাত্র যারা সাহসিকতা ও ভালো কাজের মাধ্যমে বিশেষ ভূমিকা রেখেছেন, তাদেরকেই পদক দেওয়া হচ্ছে।

এটি হবে অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম পুলিশ সপ্তাহ, যা তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে। বিশেষ দরবারের পর ড. ইউনূস পুলিশ ও রাষ্ট্রপতি পদক প্রদান করবেন।

 


একুশে সংবাদ// আ.ট//এ.জে

Shwapno
Link copied!