AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন: সিইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১২ এএম, ২৯ এপ্রিল, ২০২৫

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন: সিইসি

সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটাধিকার নিশ্চিত করতে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা ভোট দিতে পারেন। ভারতও এখনো এ পদ্ধতি চালু করতে পারেনি। আমরা সীমিত পরিসরে হলেও এটি শুরু করতে চাই।”

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করছে কমিশন। তবে রাজনৈতিক সমর্থন ছাড়া কোনো উদ্যোগ বাস্তবায়ন সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসীদের ভোটাধিকার না থাকায় ভোটার উপস্থিতির হার কমে যায়। উৎসবমুখর নির্বাচন আয়োজনে প্রবাসীদের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা রয়েছে।

কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আগামী ১৫ মে’র মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে প্রবাসীদের ভোটদানের বিষয়ে মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

একুশে সংবাদ//যু//এ.জে
 

Shwapno
Link copied!