কলকাতা বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বিমানে ধাক্কা দিয়েছে অপর একটি বিমান। কর্মকর্তারা বলছেন, রানওয়েতে দু’টি বিমান বিপজ্জনকভাবে একে অপরের কাছাকাছি এসে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর মেলেনি।
ভারতীয় গণমাধ্যম বলছে, বুধবার (২৭ মার্চ) সকালে কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিমান রানওয়েতে প্রবেশের জন্য ছাড়পত্রের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। তখন ইন্ডিগোর একটি বিমান এসে ধাক্কা দেয়। ফলে এয়ার ইন্ডিয়া বিমানটির ডানার একটি অংশ ভেঙে যায়। আর ইন্ডিগো বিমানেরও একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়।
দেশটির বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ উভয় বিমানের চালককে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। আর পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশও দেয়া হয়েছে। এক ডিজিসিএ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে বিশদ তদন্তের নির্দেশ দিয়েছি। উভয় চালককে কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গ্রাউন্ড স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।’ জানা গেছে, ইন্ডিগো বিমানটিতে চার জন শিশু-সহ অন্তত ১৩৫ জন যাত্রী ছিলেন।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :