উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এলাকায় পর পর নির্বাচনি প্রচার করছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রচারের এই ধকল মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারলেও পারলো না তার চপ্পল (স্যান্ডেল)।
জনসভা চলাকালীন মঞ্চেই চপ্পলের ফিতে ছিঁড়ে যায় মমতার! ভরা সভায় চপ্পলে সেফটিপিন লাগিয়ে সভা চালিয়ে গেলেন তিনি। সেফটিপিন লাগানো জুতো পরেই যান পরবর্তী জনসভায়।
শুক্রবার পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে দলীয় প্রার্থী কালীপদ সোরেনের নির্বাচনি সভায় বক্তৃতা করছিলেন মমতা। বক্তৃতার শেষলগ্নে আচমকা মুখ্যমন্ত্রীর চপ্পলের ফিতে ছিঁড়ে যায়। আর পরেই চপ্পল হাতে তুলে নিয়ে তাতে সেফটিপিন লাগান মমতা।
মঞ্চে উপস্থিত সঙ্গীত শিল্পী ও তৃণমূল কংগ্রেস নেতা ইন্দ্রনীল সেনকে গান গাওয়ার জন্য নির্দেশ দিয়ে মমতা বলেন, ইন্দ্রনীল তুমি সেট তৈরি করো। আমি বরং চপ্পলে সেফটিপিন লাগাই! এ সময় নির্লিপ্ত কণ্ঠে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, চপ্পলের আর কী দোষ! যা আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে!
এর কিছুক্ষণ পরেই গোপীবল্লভপুরে শেষ করে সেফটিপিন লাগানো জুতো পরেই পরের মেদিনীপুরে টলিউড স্টার দেবের নির্বাচনী কেন্দ্র ঘাটালের জনসভার জন্য রওনা দেন মমতা।
একুশে সংবাদ/ চ্যা.২৪/ এসএডি
আপনার মতামত লিখুন :