AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণ্ডগোল করার জন্য বিএনপি পল্টনে সমাবেশ করতে চায়: তথ্যমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩১ পিএম, ২৪ নভেম্বর, ২০২২
গণ্ডগোল করার জন্য বিএনপি পল্টনে সমাবেশ করতে চায়: তথ্যমন্ত্রী

আগামী ১০ই ডিসেম্বর বিএনপি পল্টনে সমাবেশ করতে চায় দেশে একটা গণ্ডগোল লাগানোর জন্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, জনগণের চলাচলের পথে এ ধরনের একটা সমাবেশ করতে চাওয়ার অর্থই হলো মানুষকে কষ্টের মধ্যে ফেলা।

 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশের মানবাধিকার এবং জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিজ গুয়েন লুইসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব বলেন তথ্যমন্ত্রী।

 

তথ্যমন্ত্রী বলেন, পল্টনে সমাবেশ করতে হলে সেখানে ৩০ থেকে ৪০ হাজার মানুষের বেশি জায়গা হবে না। পুরো এক কিলোমিটার রাস্তা জুড়েও যদি মানুষ বসে তাহালে ৫০ হাজারের বেশি নয়।  সেখানে তারা সমাবেশ করতে চায়। এর মানে আসলে তারা জানে যে, কত লোক হতে পারে। আর সেটিও যদি হয়। কোনো অবস্থায়ই একটি ব্যস্ত রাস্তা বন্ধ করে সমাবেশ করা উচিত নয়।

 

তিনি বলেন, বিএনপির আসলে সক্ষমতাই এটুকু, এরচেয়ে বেশি মানুষ তারা সমাবেশে জড়ো করতে পারবে না বলেই পল্টনে রাস্তার ওপর সমাবেশের অনুমতি পাওয়ার জন্য এত জোরাজুরি করছে।

 

তিনি আরও বলেন, সরকার তো গণ্ডগোল করার অনুমতি কাউকে দিতে পারে না। প্রশাসন তো গণ্ডগোল করার অনুমতি কাউকে দিতে পারে না। সমাবেশ করার অনুমতি দিতে পারে। গণ্ডগোল করার উদ্দেশ্যে কোনো সমাবেশের অনুমতি তো সরকার দিতে পারে না।

 

একুশে সংবাদ.কম/জন/জাহাঙ্গীর

Link copied!