খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি আজও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মানবতার কথা বলে তারা দেশকে ধ্বংস করতে চায়। ২০১৩-১৪ সালের মতো আগুন-সন্ত্রাস করলে তাদের কোনোক্রমেই ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (১৬ ডিসেম্বর) নওগাঁ জেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি স্বাভাবিক রাজনীতি করলে সরকারের কোনো আপত্তি নেই। কিন্তু তারা আগুন-সন্ত্রাসী করলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশকে মুক্ত ও স্বাধীন করার লক্ষ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সমগ্র বাঙালি জাতি। ৩০ লাখ শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ স্বাধীনতা। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে, দেশকে ভালোবাসার মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, জাতির পিতা যে অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশ ও মানুষের কল্যাণে সব ষড়যন্ত্র প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
সভায় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক বিভাষ মজুমদার গোপাল প্রমুখ।
একুশে সংবাদ/আ.সা/এসএপি
আপনার মতামত লিখুন :