আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী লীগের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) মিরপুর-১০ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল ৪ এ এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে দুটি প্যানেল অংশ গ্রহণ করে। প্রতিটি প্যানেলে ২৭ জন করে প্রার্থী রয়েছে। এছাড়াও কার্যকরী সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী রয়েছে এক জন। মোট ভোটার সংখ্যা ১৭২৬ জন।
বকুল-হারুন-রোকন কর্মচারী কল্যাণ পরিষদ ছাতা মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। এ পরিষদে সভাপতি পদে বজলুল মোহাইমীন বকুল, কার্যকরী সভাপতি মোঃ হারুন মিয়া ও সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হাসান রোকন সহ অন্যান্য সকল পদে মোট ২৭ জনের প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেন।
এই প্যানেলের নির্বাচনী স্লোগান হলো "সবাই মিলে সবার ঢাকা, সুস্থ সবল আধুনিক ঢাকা"। ভোট আপনার অধিকার, কর্মচারীর কল্যাণে কাজ করা আমাদের অঙ্গীকার"।
অন্যদিকে জামাল-সোহেল-মাসুদ সততা ঐক্য সমন্বয় পরিষদ বেলচা মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। এ পরিষদে সভাপতি পদে মোঃ জামাল হোসেন, কার্যকরী সভাপতি পদে মোঃ সোহেল হাসান ও সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুদ পারভেজ সহ অন্যান্য পদে মোট ২৭ জনের প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেন।
সততা ঐক্য পরিষদের নির্বাচনী স্লোগান হলো `শ্রমিক কর্মচারী ভাই ঘুরে দাঁড়ায়, এবার অধিকার চাই"।
এছাড়াও কার্যকরী সভাপতি পদে মোঃ জাহিদুল ইসলাম ফুটবল মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৪ এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান চৌধুরী বলেন, খুবই সুষ্ঠ একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা আচরণ বিধি মেনে ভোটারদের কাছে ভোট চাইছেন। কোন প্রার্থীর বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ আসে নি।
একুশে সংবাদ/রাফি/বাবু/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :