ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, বর্তমান স্বৈরাচারী শাসনব্যবস্থার উৎখাত, বিদ্যুতের দাম কমানোসহ দশ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মিছিলপূর্ব সমাবেশ শুরু করেছে বিএনপি।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়।
সরেজমিন দেখা গেছে, সমাবেশ ও মিছিল সফল করতে বিএনপির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হয়েছেন। তারা বিভিন্ন পোস্টার ও ব্যানার হাতে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন। সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে। এ দিকে বিএনপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে। একইসঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পাহারায় রয়েছে।
এ কর্মসূচি থেকে আগামী ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে আবারও বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :