সংসদের বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ বলেছেন, গ্রহনযোগ্য নির্বাচনের অজুহাতে দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ধারা বানচালের গভীর ষড়যন্ত্র চলছে। আন্দোলনের নামে ভিন্নপথে সরকার উৎক্ষাতের হুমকি দেয়া হচ্ছে, যা কখনই গণতান্ত্রিক চর্চা নয়।
সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর সেগুনবাঁগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটি-ডিআরইউতে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
এসময় কাজী মামুন বলেন, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনে আমরাও সচেষ্ট। কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাতে বিশ্বাসী নয়, জাতীয় পার্টি।
তিনি বলেন, জাপা নির্বাচনমূখি দল, রওশন এরশাদের নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নিতে দেশজুড়ে প্রার্থী বাছাই চলছে। ইনশাল্লাহ ঈদের পর বিরোধী দলীয় নেতার নির্দেশনায় সারাদেশে সাংগঠনিক সফর শুরু হবে বলেও জানান কাজী মামুন।
বিএলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী গোলাম সরোয়ার মিলন, গণমুক্তি জোটের কো চেয়ারম্যান ড.এআর খান, ন্যাপের মহাসচিব সাংবাদিক গোলাম মোস্তফা ভূইয়া ও মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের সহ প্রমূখ।
একুশে সংবাদ.কম/ব.খ.প্র/জা.হা
আপনার মতামত লিখুন :