জাতীর কাছে পরিচিত নয় এমন এক ব্যক্তিকে রাষ্ট্রপতি করায় বিএনপি কিছুটা হতাশ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন তিনি।
এসময় তিনি বলেন, রাজনৈতিক সংকটের এই সময়ে সরকার আলাপ আলোচনার মাধ্যমে, ঐক্যমত্য সৃষ্টি করে রাষ্ট্রপতি নির্বাচন করা যেতো। কিন্তু সেটা না করে তারা জাতীর কাছে অপরিচিত এক ব্যক্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত করেছে।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক সংকট সমাধানে রাষ্ট্রপতির অবদান রাখার সুযোগ আছে। কিন্তু নতুন রাষ্ট্রপতি কতটা করবেন সে বিষয়ে সংশয় রয়েছে। জাতির কাছে যিনি অতটা পরিচিত নন এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ায় বিএনপি কিছুটা হতাশ বিএনপি।
নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া নিয়ে সরকার এবং বিরোধী দল পয়েন্ট অব নো রিটার্নে।
ক্ষমতাসীন আওয়ামী সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে আবারও স্পষ্ট জানান দলের মহাসচিব। এসময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
একুশে সংবাদ.কম/ন.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :