বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এমন মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বের ভাগ্য নির্ধারণ করবে এ দেশের জনগণ। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে শুধু বিদেশিরাই নয়, দেশি লোকজনও জড়িত।’
রোববার (৩০ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রায় ১ হাজার ৮০০ কৃষকের মাঝে এবি ব্যাংকের স্মার্ট ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র যে শুধু বিদেশিরাই করে তা নয়, বিদেশিরা যেন ষড়যন্ত্র করতে পারে তার জন্য আমাদের দেশীয় কিছু লোক তাদের কান ভারী করছেন। এরা গিয়ে বিদেশিদের বলেন বাংলাদেশের মানুষ বড় কষ্টে আছে, বহু অত্যাচারে আছে। কই কষ্ট, কই অত্যাচার?
এ সময় এবি ব্যাংককে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী আনিসুল হক বলেন, ‘শতকরা ৪ টাকা সুদে এ ঋণ প্রদান করা হচ্ছে। একটা সময় ছিল যখন ঋণ ও অনুদানের ওপর নির্ভর করে বাংলাদেশ চলত। এখন বাংলাদেশ চলে তার নিজস্ব বাজেটের টাকায়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা পৌরসভার মেয়র গোলাম হক্কানী, কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।
একুশে সংবাদ/জ.ন.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :