AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন করা যাবেনা: মির্জা ফখরুল


গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন করা যাবেনা: মির্জা ফখরুল

গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন করা যাবেনা বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ জন্য সমস্ত রাজনৈতিক দল একমত হয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাতে হবে।

 

রোববার (৭ মে) দুপুরে ঠাকুরগাঁও রুহুল আমিন মিলনায়তন হলরুমে সদর উপজেলা বিএনপির কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

মির্জা ফখরুল বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল আমরা একমত হয়েছি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবো না। আমরা চাই কোনো দলীয় সরকারের অধীনে নয়, নিরপক্ষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।

 

বর্তমান সরকারের কর্মকাণ্ডের বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যারা পদে পদে দেশের জনগণকে বিএনপি, আওয়ামী লীগ দুই ভাগে ভাগ করে, তারা জনগণের সরকার হতে পারেনা। এই সরকার আওয়ামী লীগের সরকার, জনগণের সরকার নয়।

 

ফখরুল বলেন, যারা জনগেণের স্বার্থের কথা চিন্তা করেনা, জনগণের আশা আকাঙ্খা ধ্বংস করে দিয়েছে জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না। এমন অবস্থায় আমাদের দাবি, এই সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

 

সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বিভিন্ন প্রকার আইন তৈরি করে চলেছে। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা একটি। এই আইনের আওতায় সংবাদকর্মীরাও নিস্তার পাচ্ছেনা।

 

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বি.দ.প্র/ জাহাঙ্গীর/এসএপি

Link copied!