স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে ছিলেন। তিনি অনেক আগেই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে গেছেন। আজ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি রূপরেখা দিয়েছেন। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
সোমবার (৮ মে) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে মুজিব নগর দিবস উপলক্ষে স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
এসময় আলোচকরা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রামী জীবনের নানান ঐতিহাসিক ঘটনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে ঢাকা রেঞ্জের ডিআইজি, পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানসহ কয়েকজনকে স্বাধীনতা একাডেমী ফাউন্ডেশন পুরষ্কার তুলে দেওয়া হয়।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :