বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ওপর যখন প্রবল বিদেশি চাপ সৃষ্টি হয়েছে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছে তখন উদ্দেশ্য প্রণোদিতভাবে জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
রোববার (১৪ মে) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার ও তার কুশীলবরা ষড়যন্ত্র করছে। সরকারের পতন যতই ঘনিয়ে আসবে এ ধরনের ষড়যন্ত্র চলমান থাকবে।
তিনি বলেনব, জনগণই সব ষড়যন্ত্রের জাল নস্যাৎ করে দিবে।
এসময় দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রাকৃতিক দুর্যোগে পাশে দাঁড়াতে অনুরোধ জানিয়ে কোন ধরনের দলীয়করণ না করে সরকারকে দেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :