রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাসদকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলটির প্রতীক মোটর গাড়ি (কার)। উচ্চ আদালতের আদেশে দলটিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৯ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘আদালতের আদেশে বাংলাদেশ জাসদ নামে আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে, দলের প্রতীক মোটর গাড়ি (কার)।’
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নতুন এই দলটি নিবন্ধন পাওয়ায় মোট নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়ালো ৪২টিতে।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :