জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ কিন্তু ষড়যন্ত্রের রাজনীতি করে না, জনকল্যাণের রাজনীতি করে। এ কারণেই বন্যা, করোনাসহ সব দুর্যোগে আওয়ামী লীগ জনগণের পাশে ছিল। কিন্তু অন্য কোনো দল সেই সময় আসেনি। তারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করে।’
শুক্রবার (৭ জুলাই) মাদারীপুরের শিবচর উপজেলার হাজীপুর-বাঁচামারা নদীর ওপর নির্মিত ‘দাদা ভাই’ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
চিফ হুইপ বলেন, ‘শিগগিরই রেল চালু হচ্ছে। শিবচর থেকে স্বল্প সময়ে এবং স্বল্প খরচে ঢাকা যাতায়াত করা যাবে। শিবচরের মানুষ বাড়ি থেকেই ঢাকায় গিয়ে অফিস করতে পারবে। শিক্ষার্থীরা ঢাকায় গিয়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে আবার বাড়ি ফিরতে পারবে। এই রেল সংযোগ পায়রা বন্দর, মংলা বন্দরের সঙ্গে যুক্ত হবে। ফলে এখান থেকেই ভারতসহ বিভিন্ন স্থানে যাওয়া যাবে।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশে উন্নয়ন হচ্ছে। আগামীতে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাংলাদেশ স্মার্ট হবে। এজন্য দেশের উন্নয়ন চলমান রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্র, জেলা এলজিআরডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফ আলী, শিবচর উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান প্রমুখ।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :