AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করলেন নুর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২৪ পিএম, ৭ জুলাই, ২০২৩
জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করলেন নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক জীবন শঙ্কায় রয়েছেন বলে অভিযোগ করেছেন।

 

শুক্রবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস তিনি একথা লিখেছেন।

 

নুরুল হক ফেসবুকে লেখেন, ‘চর্তুমুখী অব্যাহত ষড়যন্ত্রে জীবন নিয়ে শঙ্কায় আছি। আপনাদেরকে জানিয়ে রাখলাম।’

 

এর আগে বুধবার (৫ জুলাই) সকালে নিজের ফেসবুক ভিডিও বার্তায় নুর বলেন, দল ও দেশের স্বার্থ পরিপন্থি কাজ করায় রেজা কিবরিয়াকে অপসারণ করা হয়েছে।

 

রেজা কিবরিয়াকে সাবেক আহ্বায়ক উল্লেখ করে নুর বলেন, ‌‘রেজা কিবরিয়া আজকে যেসব অভিযোগ করছেন আমাকে নিয়ে, দলকে নিয়ে তিনি দলে থাকা অবস্থায় এসব অভিযোগ করেননি। বোঝাই যাচ্ছে ক্ষোভ ও রাগ থেকে এসব অভিযোগ করছেন।’

 

তিনি বলেন, ‘এই সরকার পতনের যখন সাইরেন বাজছে। তখন রেজা কিবরিয়া গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে বিএনপি ভেঙ্গে, বিএনপির কিছু মনোনয়নবঞ্চিত নেতা, পদবঞ্চিত নেতাদের নিয়ে নির্বাচনে যাওয়ার পাঁয়তারা করছেন।’

 

রেজা কিবরিয়া তো দলের কোন পদে নাই। দল তার নামে নিবন্ধন পাবে এটা তিনি কীভাবে বলেন। নির্বাচন কমিশনে (ইসি) কি তার কোনো মামু, খালু আছে?

 

নুর বলেন, ‘গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ উজ্জ্বল। গণঅধিকার পরিষদ সম্ভাবনাময় একটা রাজনৈতিক দল। সেটা বুঝতে পেরে অনেকেই গণঅধিকার পরিষদকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। কাজের মধ্য দিয়ে এটা কাটিয়ে উঠবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।’

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!