AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘যারা ব্যানার নামাচ্ছেন না তাদের রাজনীতি শিখিয়ে দেব‍‍’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪৬ পিএম, ১২ জুলাই, ২০২৩
‘যারা ব্যানার নামাচ্ছেন না তাদের রাজনীতি শিখিয়ে দেব‍‍’

বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশের মঞ্চ পর্যন্ত ব্যানারে ছেয়ে যায়। এতে মুল মঞ্চ ঢাকা পড়ে যায় ব্যানারে। দলটির বড় বড় নেতারা বারবার নির্দেশনা দিলেও এসব ব্যানার সরাননি নেতাকর্মীরা।

 

এতে দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম মাইকের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এতবার নেতারা বলছেন, তারপরও ব্যানার নামাচ্ছেন না। যারা ব্যানার নামাচ্ছেন না, তাদের খবর আছে, তালিকা করে বহিষ্কার করব, রাজনীতি শিখিয়ে দেব। ব্যানার নামান।”

 

বুধবার (১২ জুলাই) রাজধানীতে আয়োজিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে এমন ঘটনা ঘটে।

 

সমাবেশ সফল করতে আজ বেলা পৌনে দুইটা থেকে ঢাকা ও এর আশপাশের জেলা থেকে জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, বিভিন্ন থানা–ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসেন। প্রতিটি মিছিলে একাধিক ব্যানার দেখা যায়। কেউ কেউ ব্যানার পেছনে রেখে ছবিও তোলেন।

 

বেলা তিনটার দিকে সমাবেশ শুরু হলে মঞ্চে আসতে শুরু করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সভা শুরু হওয়ার পর থেকে মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যানার নামানোর কথা বলেন।

 

এ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, “আপনারা ব্যানারগুলো নামান, আজকের এই সমাবেশ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে নগর ভবন পর্যন্ত বিস্তৃত। আমাদের নেতারা সামনে কিছু দেখতে পাচ্ছেন না। আপনারা ব্যনারগুলো নামিয়ে ফেলুন। দয়া করে ব্যনারগুলো নামিয়ে ফেলুন। আমার সামনে আমার ছবি দিয়ে যারা ব্যানার করেছেন, তারা শিগগিরই নামান।”

 

এর আগে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বক্তব্যের শুরুতেই বলেন, “আপনারা মঞ্চকে ব্যানার দিয়ে ঢেকে ফেলেছেন, আপনারা ব্যানার নামিয়ে ফেলুন।”

 

এরপর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, “আজকে আমাদের শান্তি সমাবেশ, ব্যানারগুলো গুটিয়ে ফেলুন, ব্যানার গুটান। কেউ কথা শোনে না...সাংগঠনিক সম্পাদক বলেছেন বহিষ্কার করবে, তবু কেউ কথা শোনে না।”

 

এর আগেও আওয়ামী লীগের সমাবেশে ব্যানার নামানো নিয়ে নেতাদের কাকুতি-মিনতি করতে দেখা গেছে। ব্যানার না নামালে বক্তব্য না দিয়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

একুশে সংবাদ/য/এসএপি
 

Link copied!