বিএনপির অব্যাহত দাবির মুখে ‘সংবিধান থেকে একচুলও নড়বে না সরকার’ এমনটি সাফ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর রমনায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে সমাবেশে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক আমরা চাই না। বিএনপি মার্কা নির্বাচনকালীন সরকার আমরা মানি না। সংবিধানে যা আছে, সে অনুযায়ী সব করবো। এর বাইরে আমরা একচুলও নড়বো না। মারামারি হুমকিতেও কাজ হবে না। আওয়ামী লীগ কারো কাছে মাথা নত করবে না।’
কাদের বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ই বাংলাদেশে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন হবে। কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না।
তিনি বলেন, বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক ও নির্বাচনকালীন সরকার চাই না। এ দেশের সাধারণ জনগণও চায় না।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের এক দফা, তা হলো বাংলাদেশের সংবিধান। আমরা নির্বাচনেও শান্তি চাই, নিবাচনের পরেও শান্তি চাই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোল ভুয়া, পদযাত্রা ভুয়া। তাদের জোটও ভুয়া, তাদের স্বপ্ন সবই ভুয়া। এসব ভুয়া কার্যক্রমেই তাদের পতন অনিবার্য।
এর আগে ‘বিএনপি-জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ আয়োজিত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হয়।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :