জামায়াতের সমাবেশের বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াত সমাবেশ করতে চাইতেই পারে, তবে প্রশাসন ঠিক করবে তাদের অনুমতি দেওয়া হবে কি না। তিনি বলেন, রাজনীতির নিয়ম অনুযায়ী, জামায়াত সমাবেশ করতেই পারে। তবে যদি বিএনপির সাথে মিলে তারা আবারও সংঘর্ষের রাজনীতি করতে চায়, তাহলে তাদের দমন করা হবে।
মঙ্গলবার (২৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই। বিএনপি সংকট তৈরির চেষ্টা করছে। সরকার তাদের সে চেষ্টা সফল হতে দেবে না।
তিনি বলেন, বিএনপি গণমানুষের দল বলে দাবি করে, কিন্তু তারা তাদের দলীয় কর্মীদের কোনো নির্বাচনে অংশ নিতে দেয় না। যা তাদের আভ্যন্তরীণ সংকটের বহিঃপ্রকাশ।
মন্ত্রী বলেন, বিএনপি তাদের নিজেদের নেতাকর্মীদের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার ফলে তাদের নিজেদের মধ্যে বড় বিস্ফোরণ হবে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যদি অংশ না নেয়, তাহলে তাদের দলের মধ্যে বড় বিস্ফোরণ হবে। বিএনপি যে দিন সমাবেশ ডাকবে সেদিন এত বড় ঢাকায় আর কেউ সমাবেশ ডাকতে পারবে না, তা হতে পারে না।
ড. হাছান বলেন, বিএনপি সমাবেশ ডাকলে সাধারণ মানুষ ভয়ে থাকে। গণমানুষের নিরাপত্তার জন্য সরকারসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো রাস্তায় থাকবে।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :