যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর দৌহিত্র, সজীব ওয়াজেদ জয়। তাঁর মত স্মার্ট শিক্ষিত মানুষের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে, আরও অনেক দূর এগিয়ে যাবে।
বৃহস্পতিবার (২৭ জুলসি) বিকেলে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এ দেশের কিছু কুলাঙ্গার জাতির পিতার পরিবারের সাথে খুনি জিয়ার পরিবারের তুলনা করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই-বঙ্গবন্ধু পরিবারের সাথে খুনি জিয়া পরিবারের তুলনা হতে পারে না। সজীব ওয়াজেদ জয়ের শিক্ষাগত যোগ্যতা আর খুনি তারেকের শিক্ষাগত যোগ্যতা এক নয়।
নিখিল বলেন, বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা সব সময় মানব সেবায়, দেশের সেবায় নিয়োজিত। আর খুনি জিয়ার পরিবার সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, হত্যা, লুটপাটের সাথে জড়িত।
দোয়া ও মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, মো. রফিকুল ইসলাম, হাবিবুর রহমান পবন, মো. নবী নেওয়াজ, ড. সাজ্জাদ হায়দার লিটন, মো. মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, জসিম মাতুব্বর, আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, মো. জহির উদ্দিন খসরু ও উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদাসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :