AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের মানুষ বিচার বিভাগের হিসাব নেবে: ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৫৫ পিএম, ৪ আগস্ট, ২০২৩
দেশের মানুষ বিচার বিভাগের হিসাব নেবে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচার বিভাগের উদ্দেশে বলেছেন, ‘বিচারক যদি ন্যায়বিচার না করেন, তার হিসাব আল্লাহ তা’য়ালার কাছে দিতে হবে। সব ধর্মেই আছে। ব্রিটিশ আমল থেকেই ন্যায়বিচারের জন্য এদেশের মানুষ সংগ্রাম করেছে। তাই সাজা দেয়ার আগে চিন্তা করে নেবেন, এ দেশের মানুষ আপনাদের হিসাব নেবে। সব হিসাব দিতে হবে।’

 

শুক্রবার (৪ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন। এর আগে দুপুরে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি।

 

ফখরুল বলেন, ‌‌‘যখন পতন অবশ্যম্ভাবী, তখন আর কিছু করার থাকে না। সরকারকে এবার ক্ষমতা থেকে হটাতে হবে।’

 

তিনি বলেন, ‘দেশটাকে আওয়ামী লীগ এমন জায়গায় নিয়ে গেছে যে, আজকে একজন বিশ্ববিদ্যালয়ের ভিসিও দুর্নীতি করছেন। তাই এই দুর্নীতি থেকে মুক্তির একটাই পথ- এই সরকারকে ক্ষমতা দিতে হবে।’

 

এসময় শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শ্লোগান দিয়ে ফখরুল বলেন, ‘আমাদের জাতির অস্তিত্বের জন্য আমাদের আন্দোলনে নেমে পড়তে হবে। তাই আসুন, আমরা সবাই দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হই।’

 

সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক, সাবেক সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবু, বিএনপির প্রান্তিক বিষয়ক সম্পাদক অপর্ণা রায় চৌধুরী, কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

 

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় বিচারিক আদালতের রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে রাজধানীর নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় বিএনপি।


একুশে সংবাদ/এসএপি

Link copied!