বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে সংগঠনটির নিবন্ধন বাতিলে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে একটি প্রতিনিধি দল কমিশন সচিব জাহাঙ্গীর আলমের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানায়।
পরে তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে বিএনপি ষড়যন্ত্র করছে।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান বিদেশে বসে দেশের মানুষকে বিভ্রান্ত করছেন।
তাই দেশের মানুষ বিশ্বাস করে দলটির রাজনীতি করার কোনো অধিকার নেই। এছাড়া সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার সাজা কার্যকরের দাবি জানান মাইনুল হোসেন খান নিখিল।
এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর খুনি অভিযোগ করে তারও মরণোত্তর বিচারও দাবি করেন।
একুশে সংবাদ/সা.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :