AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এ সরকার সব জায়গায় প্রত্যাখ্যাত হচ্ছে: আমীর খসরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪৫ পিএম, ৩১ আগস্ট, ২০২৩
এ সরকার সব জায়গায় প্রত্যাখ্যাত হচ্ছে: আমীর খসরু

শুধু ব্রিকস নয়, এ সরকার সব জায়গায় প্রত্যাখ্যাত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

 

আমীর খসরু বলেন, বর্তমান সরকার গুম-খুনের হোতা, দুর্নীতিবাজ। যার কারণে ব্রিকসের সদস্য হতে পারেনি। সরকার পরাজিত হয়েছে। বিশ্বের কোথাও তাদের জায়গা হবে না।

 

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, দেয়ালের লিখন পড়ুন। জনগণের মনের ভাষা বুঝে বিদায় নিন। দেশটাকে মুক্ত করুন। বাকি ব্যবস্থা দেশের মানুষ নেবে।

 

বিএনপির এই নেতা বলেন, ভাওতাবাজি করে লাভ হবে না। মানুষের ইচ্ছের ভিত্তিতে নির্বাচন হতে হবে। কিন্তু সরকার যা করছে তা মানুষের ইচ্ছার সঙ্গে যায় না।

 

আমীর খসরু বলেন, জিয়াউর রহমান গণতন্ত্র, বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি সূচনা করেছিলেন। যার কারণে এত লুটতরাজ, দুর্নীতি ও টাকা পাচারের পরেও বাংলাদেশ টিকে আছে।

 

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, দলটির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরীর এ্যানি, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজান ওমর, বরকত উল্লা বুলু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আবদুল্লাহ আল মিন্টুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

 

Link copied!