ডেঙ্গু শুধু ঢাকা নয় সারাদেশে মহামারির মতো ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে রক্তদান কর্মসূচি উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ডেঙ্গুর ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দুই মেয়রের পদত্যাগ দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘ঢাকার দুই মেয়রের জনগণের কাছে দায়বদ্ধতা নেই। তারা ব্যস্ত কীভাবে বড় বড় বাজার করবে, মার্কেট করবে, গাছ কাটবে। তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ।’
সরকার জনস্বার্থ সেবায় পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং তারা মানুষের স্বাস্থ্যগত বিষয় নিয়ে কোনো গুরুত্ব দেয়নি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তারা মশার ওষুধ আমদানিতে দুর্নীতি করেছে। এভাবে তারা দেশের সব খাতে দুর্নীতি করেছে। অর্থনীতি চরমভাবে ধ্বংস হয়ে গেছে।
তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে মানুষের সমস্যা তৈরি করেছে। এক্সপ্রেসওয়ে থেকে নামতে দুই ঘণ্টা সময় লাগছে।
ড. ইউনূসের মামলার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ব্যক্তিগত প্রতিহিংসা ও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে জনগণের দৃষ্টি সরাতে ডক্টর ইউনূসের মামলা নিয়ে সরকার এত সক্রিয় হয়েছে।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :