AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সময় আছে, সেফ এক্সিট নেন: ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪৩ পিএম, ১৯ অক্টোবর, ২০২৩
সময় আছে, সেফ এক্সিট নেন: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেই নির্বাচনকালীন সরকার নিয়ে শেষ বার্তা দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা (আ. লীগ) নির্বাচনের আগে সুন্দর কথা বলে, পরে সেসব রাখে না। কেবল একটা রাজনৈতিক দলের জন্য বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন সম্ভব হচ্ছে না। এখানে রাজনৈতিক দল কেউ কাউকে বিশ্বাস করে না।

 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ডিআরইউ মিলনায়তনে ‘গণতন্ত্র রক্ষা ও একদফা দাবি আদায়ে মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

 

ফখরুল বলেন, আজকে দেশের মানুষের জন্য দুর্ভাগ্য যে স্বাধীনতার ৫২ বছর পরও ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে। আওয়ামী লীগের লোকজনের কথা শুনলে মনে হয় দেশটা তাদের পৈত্রিক সম্পত্তি। ওবায়দুল কাদের আমাদের শেষ বার্তা দিয়ে দিয়েছেন, আবার শেখ হাসিনা ক্ষমতায় আসবেন- তাহলে আর নির্বাচন করার কী দরকার!

 

তিনি বলেন, আওয়ামী লীগ জানে, জনগণ ভোট দিতে পারলে ক্ষমতায় আসতে পারবে না। তাই নিজেদের পরিবর্তিত সংবিধানের দোহাই দিচ্ছে। আওয়ামী লীগের জন্য এখনও সময় আছে, সেফ এক্সিট নেন। আমাদের প্রতিটি সমাবেশে মানুষের ঢল নামছে। কিন্তু সচেতনভাবে সংঘাতমূলক কর্মসূচি দিইনি।

 

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ একটা প্রতারক দল, এদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তারা নির্বাচনের আগে মিষ্টি মিষ্টি কথা বলে আর নির্বাচন হয়ে গেলে রূপ পাল্টে যায়। তাই মানুষ গান গায়, আগে জানলে ভাঙা নৌকায় উঠতাম না।

 

আওয়ামী লীগ বলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এখানেই তারা সবচেয়ে বড় প্রতারণা করছেন বলে জানান তিনি।

 

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এমন একটা জিনিস তৈরি হয়েছে যে এক রাজনৈতিক দলের ওপর আরেক রাজনৈতিক দলের আস্থা নাই। এই উপমহাদেশের সব দেশেই সুষ্ঠু নির্বাচন হয়। আমরা পারছি না শুধু আওয়ামী লীগের জন্য।

 

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে চারটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে। আজকে আওয়ামী লীগ জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা সংবিধানের কথা বলে। সংবিধান তো আপনারাই পরিবর্তন করেছেন।

 

তিনি আরও বলেন, টাল বাহানা না করে জনগণের স্বার্থে আপনারা পদত্যাগ করেন। প্রায় ৩৬টি রাজনৈতিক দলসহ প্রায় সবগুলো রাজনৈতিক দল বলছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না।

 

মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় আসতে না পারলে জবাবদিহি করতে হবে এই ভয়। সময় আছে সেফ এক্সিট নেন। প্রতিটি সমাবেশে সমুদ্রের মতো জনতার ঢল নামছে। ২৮ তারিখে মহাসমাবেশ। এর মধ্যে দেশকে সংকটের হাত থেকে রক্ষা করতে পদত্যাগ করেন। কেননা আওয়ামী লীগের কোথাও কোনো অস্তিত্ব নেই। পায়ের তলায় মাটি নেই।

 

সাইফুদ্দিন মনির প্রসঙ্গে তিনি বলেন, মনির ছিলেন বিরল প্রজাতির রাজনীতিবিদ। তিনি হঠাৎ করে চলে যাবেন তা কখনো ভাবিনি। দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন এবং পরিবর্তন কিভাবে হয় সেই চিন্তাই তার মধ্যে ছিল। বাংলাদেশের এখন যেই করুণ অবস্থা, সেই অবস্থায় সাইফুদ্দিন মনিরের অনেক প্রয়োজন ছিল।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

 

Link copied!