দলীয় সরকারের অধীনে নির্বাচনের চেষ্টা করে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে একথা বলেন বিএনপি মহাসচিব।
দুর্গাপূজা উপলক্ষে আজ শনিবার মহা সপ্তমীর সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব।
সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, এ পর্যন্ত দেশে সব সাম্প্রদায়িক হামলার পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। নির্বাচন আসলেই দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, `বিএনপি সরকারে গেলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার চেষ্টা করবে।`
দলীয় সরকারের অধীনে নির্বাচনের চেষ্টা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :