আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপির ২৮ তারিখের সমাবেশ নিয়ে সরকার কোনো রকমের চাপ অনুভব করছে না।
রোববার (২২ অক্টোবর) সবিচালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন না মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ফখরুল আগেও বলেছেন পাকিস্তানই ভালো ছিল। বিএনপি পাকিস্তানপন্থীদের নিয়ে দল গঠন করেছিল। তাই তারা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখতে পারে না। যখন দেশ নিয়ে প্রশংসায় ভাসে বিশ্ব, তখন বিএনপি বলে ভিন্ন কথা।
তিনি বলেন, ‘আমি কারও বাবা নিয়ে কথা বলতে চাই না। তার (মির্জা ফখরুল) বাবা পাকিস্তান সমর্থক একজন মানুষ ছিলেন, এটি দিবালোকের মতো সত্য। সত্যকে তো কেউ অস্বীকার করতে পারে না। তার (মির্জা ফখরুল) বক্তব্য বলে তিনি বাংলাদেশ নিয়ে স্বপ্নই দেখেননি। যারা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেনি বরং যারা পাকিস্তানের পক্ষে অবলম্বন করেছিল। সেসব লোকের সন্নিবেশ ঘটিয়ে বিএনপি গঠিত হয়েছিল।’
বঙ্গবন্ধুর বায়োপিকে জিয়াউর রহমানের উপস্থিতি ঠিক মনে হচ্ছে না বিএনপির মন্তব্য করে তিনি বলেন, বঙ্গবন্ধু ও তার জীবন নিয়ে এই সিনেমা। বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জিয়া উপস্থিত ও জড়িত। বরং সেই হিসেবে সিনেমাতে জিয়ার সংশ্লিষ্টতা বেশি দেখানো হয়নি।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :