সরকার কোনো দলকে জোর করে নির্বাচনে আনবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলে তিনি।
তিনি বলেন, নির্বাচন কমিশন তাদেরকে সংলাপের জন্য দাওয়াত করেছে, সেখানে তারা যায় নি। অতএব তাদেরকে আর ডাকার প্রশ্নই আসে না।
কাদের বলেন, বাংলাদেশের সংবিধান যেভাবে বলেছে নির্বাচন সেভাবেই হবে। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী সিডিউল ঘোষণা করবেন। সেটা সরকারের কাজ নয়। এর বাইরে কিছু হবে না।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন বন্ধ হয়ে থাকবে না। বাংলাদেশের গনতান্ত্রিক ধারা ঠিক রাখতে সংবিধান অনুযায়ী নির্বাচন হতেই হবে। সেখানে কোনো দল না আসলে নির্বাচন হবে না এটা ভাবা ভুল।
মন্ত্রী বলেন, বিএনপির সাথে নির্বাচন নিয়ে পর্দার অন্তরালে কোনো আলোচনা হচ্ছে না। সরকার যা করে সব ওপেনে করে, গোপনে নয়।
অন্য কোনো দেশ কি আমাদের দেশের পরামর্শ নেয়, তাদের নির্বাচনের সময় এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আমাদের নির্বাচন নিয়ে তারা কেন কথা বলবে, আর আমরা কেন তাদের কথা শুনবো।
তিনি বলেন, বিদেশিদের সাথে কোনো উন্নয়ন বা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা যায় কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তাদের কোনো কথা শোনা হবে না।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :