নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল পুলিশের বাধায় পণ্ড হওয়ার পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। নতুন কর্মসূচিতে বৃহস্পতিবার (১৬ নভেম্বর ) জেলা ও মহানগরে বিক্ষোভের ঘোষণা দিয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী নতুন কর্মসূচি ঘোষণা দেন।
মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বৃহস্পতিবার প্রতিটি জেলা, প্রতিটি মহানগরে ইসলামী আন্দোলন মিছিল করবে। সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা মেনে নেব না।
তিনি বলেন, এই একতরফা তফসিলের কারণে অন্ধকার সরকার নিজেই অন্ধকারে ডুবে মারা যাবে। সব বিরোধী দলের দাবি উপেক্ষা করে নির্বাচন করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে মাঠে নামতে বাধ্য হবে। শেখ হাসিনার সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।
এর আগে তফসিল ঘোষণা বাতিলের দাবিতে বুধবার বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল শুরু করে দলের নেতাকর্মীরা। পরে শান্তিনগর মোড়ে এসে পুলিশের বাধার সম্মুখীন হয়।
একুশে সংবাদ/হ.আ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :