AB Bank
ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি নেতা আমিনুল আবারও রিমান্ডে


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬:৫৫ পিএম, ২১ নভেম্বর, ২০২৩
বিএনপি নেতা আমিনুল আবারও রিমান্ডে

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে হাতিরঝিল থানার এক মামলায় তিনদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২১ নভেম্বর) আমিনুলকে আদালতে উপস্থিত করে হাতিরঝিল থানার একটি মামলায় পুনঃগ্রেফতার দেখানোসহ সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. আবুল বাশার। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা আমিনুলের জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন। এর আগে গত ২ নভেম্বর আমিনুলকে ৮ দিনের রিমান্ডে নেয়ার হয়। 

এদিন রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে আমিনুল হকসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন মগবাজার রেলগেইট এলাকায় বিএনপির নেতা কর্মীরা গাড়ী ভাংচুর করে। 

এসময় পুলিশ বাধা দিলে আসামিরা লাঠি ও ইটের টুকরা ছুঁড়ে মারে। এর আঘাতে এএসআই (নিঃ) নুরুল হক দুই পায়ে ও ডান হাতে জখম প্রাপ্ত হয়। এছাড়াও এএসআই (নিঃ) খোরশেদ আলম ও কনস্টেবল মোঃ রুবেল আহত হন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!