চার দিনে ২৪৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে তৃণমূল বিএনপি। এর মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে প্রার্থীতার জন্য মঙ্গলবার ফরম কেনেন দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার। হরতাল ও অবরোধের কথা মাথায় রেখে বুধবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রির সময় বাড়ানো হয়েছে।
তৃণমূল বিএনপি দলের কো চেয়ারপারসন কে এ জাহাঙ্গীর জানান, যারা ফরম কিনেছেন, তাদের ৭০ শতাংশই আগে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। বাকিরা রাজনীতিতে নতুন।
সংসদে প্রধান বিরোধী দল হতে চায় তৃণমূল বিএনপি। দলটির শীর্ষ নেতারা বলছেন, সে লক্ষ্যেই কাজ চলছে। এখন চলছে ৩০০ আসনেই মনোনয়ন দিতে ফরম বিক্রি ও জমার কাজ। ছোট ছোট কয়েকটি দলকে সঙ্গে নিয়ে, জোট গঠনের পরিকল্পনাও রয়েছে তৃণমূল বিএনপির।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তোড়জোড় শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দলের। ভোটে অংশ নিতে ছোট-বড় অর্ধশতাধিক দল এখন মাঠে।
ভোটের প্রস্তুতি জোরেশোরে চলছে তৃণমূল বিএনপিতেও। মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, ভোটে জয়ী হলে প্রান্তিক মানুষের স্বার্থকেই বড় করে দেখবেন।
তৃণমূল বিএনপির নেতারা বলছেন, তাদের প্রার্থী হতে চাচ্ছেন বিভিন্ন দলের নেতারা। স্বচ্ছতা নিশ্চিত করাসহ এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেই আশা তাঁদের।
তৈমুর আলম খন্দকার জানিয়েছেন, অনেক জোট তৃণমূল বিএনপির নেতৃত্বে নির্বাচন করবে। তিন শ আসনেই মনোনয়ন দিতে পারব বলে আমরা আশা করছি।
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীর আশা, আগামী সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাঁর দল।
শমসের মবিন চৌধুরী বলেন, প্রতীক দেখে নয়, জনগণ ভোট দেবে যোগ্য প্রার্থীকে। আর সে লক্ষ্যেই কাজ করছে তাঁর দল।
একুশে সংবাদ/এএইচবি/এসআর
আপনার মতামত লিখুন :