AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি ছেড়ে বিএনএম থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন মেজর শরিফ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:৫০ পিএম, ২৪ নভেম্বর, ২০২৩
বিএনপি ছেড়ে বিএনএম থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন মেজর শরিফ

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক প্রভাবশালী এমপি ও মন্ত্রী এবং বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার আমিনুল হকের ছোট ভাই বিএনপির সময়ের সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন (বিএনএম) থেকে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।


বেশ কিছুদিন আগে থেকে তিনি বিএনএমের কেন্দ্রীয় নেতাদের সাথে গোপন বৈঠক করছেন এবং ইতোমধ্যে সদস্য পদও গ্রহণ করেছেন বলে বিএনপির নির্ভর যোগ্য সূত্র থেকে জানা গেছে। সর্বশেষ গত বুধবার দিবাগত রাতে আবারও একটি বৈঠক হয় বিএনএম’র সম্ভাব্য প্রার্থীদের নিয়ে। ওই বৈঠকে বিএনপির কোন নেতা রাজশাহীর কোন আসন থেকে নির্বাচনে অংশ নিবেন, সেটি নির্ধারণ করা হয়।


প্রায়াত আমিনুল হকের স্থান ধরে রাখতে মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন গোদাগাড়ী-তানোরের মাঠ গোছাতে শুরু করে। এতে বিএনপির নেতাকর্মীর উজ্জীবিত হতে থাকে। তবে হঠাৎ করেই নির্বাচন কমিশন হতে নতুন নিবন্ধন পাওয়া বিএনএম দল হতে নির্বাচন করছেন বলে ইতোমধ্যে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। এতে করে বিএনপির একটি বড় অংশ ক্ষুদ্ধ হয়ে পড়েছেন তার প্রতি।


রাজশাহী জেলা যুবদলের সাবেক এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যারিষ্টার আমিনুল হকের ভাই বিএনএম থেকে নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। সে ঢাকায় বিএনএম নেতৃবৃন্দর সাথে মিটিংও করেছে।  বিএনপি ছেড়ে হঠাৎ নতুন রাজনৈতিক দল বিএনএমে গিয়ে নির্বাচন সে করতে পারাটা অস্বাভাবিক কিছু না। ব্যারিষ্ঠার আমিনুল হকের পরিবার কোনদিনও মন থেকে বিএনপি করেনি। মেজর শরীফ বিএনপিরকে ? সে কোন নেতাও না। তাদের মধ্যে বিএনপির কোন আদর্শ নেই তারা প্রচন্ড রকমের লোভী। বিএনএম থেকে নির্বাচন করলে মোটা অংকের অর্থ পাবে। নির্বাচনে সামান্য কিছু খরচ করবে । তাতে করে অনেক অর্থ বেঁচে যাবে এতে করে তার ব্যাংক ব্যালেন্সও তেরী হবে বলে জানান।


এদিকে এসব তথ্য নিশ্চিত হওয়ার জন্য মেজর জেনারেল (অব:) শরীফের মুঠোফোনে একাকিবার কল দিলে বন্ধ পাওয়া যায়। হোয়াটসআ্যাপেও মেসেজ দিয়ে জানতে চাওয়া হলে কোন সাড়া মেলেনি।


গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল বলেন, বিএনএম থেকে তার নির্বাচনের খবরটি আমরাও শুনতে পাচ্ছি। তবে এসব বিষয় নিয়ে তিনিও আমাদেরকে কিছু বলেননি আমরাদেরও তার সাথে যোগাযোগ হয়নি বলে জানান।
মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিন বিএনপি ছেড়ে বিএনএম থেকে নির্বাচন করলে বিএনপির কোন ক্ষতি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না এমনটি হওয়ার কিছু নেই। কেন্দ্রে থেকেই বিএনপি যাকে প্রার্থী হিসেবে ঘোষণা দিবেন তার জন্যই আমরা কাজ করবো। রাজশাহীÑ১ (গোদাগাড়ী-তানোর) বিএনপির দূর্গ হিসেবে পরিচিত বিএনপি যদি নির্বাচনে আসে যেই নির্বাচন করুন সেই বিজয়ী হবেন বলে জানান।
শরীফ উদ্দিন নেতাকর্মীদের সাথে সাংগঠনিক ভাবে কেমন মিশতে পেরেছে? শোনা যায় তিনি নাকি কর্মীদেরে সাথে খারাপ ব্যবহার করেন? এমন প্রশ্নে শাওয়াল বলেন, তার মধ্যে সাংগঠনিক কোন জ্ঞান নেই। তাই নেতাকর্মীদের সাথে দূরব্যবহার অস্বাভাকি কিছু নয়।


ব্যারিষ্টার আমিনুল হক মারা যাওয়ার পর বিএনপি থেকে তার পরিবারের পক্ষে থেকে হাল ধরবে এমনটি জানা গেছে। এজন্য তার সহধর্মীনি আভা হকও বিএনপি থেকে নির্বাচন করার আভাস আছে। শরিফ বিএনপি ছেড়ে বিএনএম থেকে নির্বাচন যদি করে আর আভা হককে কেন্দ্র থেকে প্রার্থী দেয় তাহলে তাকেই বিএনপি নেতা কর্মীরা সাদরে গ্রহণ করবে বলে জানান।


গত ২০২২ সালে ৩ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে বিএনপিতে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন)। তিনি গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য পদে রয়েছেন।


এদিকে জানা গেছে, রাজশাহীর ৬টি আসন থেকেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির নেতারা। দলের পদধারী এবং পদের বাইরে থাকা নেতারা সংসদ নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন (বিএনএম) দলে যোগদান করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই মধ্যে কেউ কেউ মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন বিএনএম’র। আগামী দুই-তিন দিনের মধ্যে অন্যরাও মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন।


ইতোমদ্যে রাজশাহী-১ আসনে বিএনএম থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি কর্মী তাসকিয়া বিনতে নাজীব (গ্রেসী) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!