বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সংসদ সদস্য জিএম কাদেরের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বুধবার (৬ মার্চ) বিকেল ৫টায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসে ওই বৈঠক শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে।
দূতাবাস নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
ফেসবুকে দেয়া ওই পোস্টে ঢাকাস্থ মার্কিন দূতাবাস উল্লেখ করেছে, ‘বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সংসদ সদস্য জিএম কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগলো। গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন এবং মানবাধিকারের প্রতি সম্মানের প্রসারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের গুরুত্ব দিই।’
এদিন বৈঠকে জিএম কাদেরের সঙ্গে তার রাজনৈতিক উপদেষ্টা মাশরুর মওলা উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়টি জানিয়ে সেখানে নানা বিষয়ে আলোচনা হওয়ার কথাও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :