আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের নির্বাচনের আগে বিএনএম দলে যোগ দেওয়া নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিডিয়া থেকে এ ব্যাপারটি শুনেছেন তিনি। এ সম্পর্কে কিছু জানতেন না।
মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সাকিব এখন আওয়ামী লীগের টিকিটে জয়লাভ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাওয়ার সময়ই তিনি দলের প্রাথমিক সদস্য হন। তার আগে দলের কেউ ছিলেন না। আমি বিষয়টা গণমাধ্যমে দেখেছি। এর আগের বিষয়টি আমাদের জানা নেই।
‘কিংস পার্টি’তে যোগদান প্রসঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এইসব নিউজ পুরনো জিনিস নিয়ে কে আছে? মন চাইলে করেন (নিউজ), না চাইলে না করেন।’
উল্লেখ্য, নির্বাচনের আগে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ক্রিকেটার সাকিব আল হাসান ‘কিংস পার্টি’ করতে চেয়েছিলেন-এমন খবর সামনে আসতেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোরজোড়। মূলত একটি জাতীয় দৈনিকের এক প্রতিবেদনের পর জাতীয় নির্বাচনের দুই মাসেরও বেশি সময় পর বিষয়টি আলোচনায় আসে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :