জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের জানমাল রক্ষার ব্যর্থতার জন্য হতাশা প্রকাশ করেছেন। শনিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে সংসদের বিরোধীদলীয় নেতা কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের কয়েকদিনের সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে জি এম কাদের পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জানমাল রক্ষায় ব্যর্থতার জন্য হতাশা প্রকাশ করেন এবং দায়ী কারণগুলো নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
মঙ্গলবার রাতে এবং বুধবার দুপুরে বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় কেএনএফ। তারা টাকা, অস্ত্র ও গুলি লুট করে, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, একজন ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়।
রুমায় সোনালী ব্যাংকে হামলা-ডাকাতি এবং ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনাটি মঙ্গলবার রাতে প্রথম ভাগে ঘটে। থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে হামলা হয় বুধবার ভরদুপুরে।
এ নিয়ে দুই উপজেলার মানুষের ভয় আর আতংকের মধ্যে বৃহস্পতিবার রাতে ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করে র্যাব। তার কিছু পরেই থানচিতে ব্যাপক গোলাগুলি ঘটনা ঘটে।
থমথমে থানচি, আতঙ্কে স্থানীয়রা, সতর্ক পুলিশ-বিজিবিথমথমে থানচি, আতঙ্কে স্থানীয়রা, সতর্ক পুলিশ-বিজিবি বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, কেএনএফ সদস্যরা কয়েকদিন ধরে তাণ্ডব চালাচ্ছে বান্দরবানে। তারা ব্যাংক ডাকাতি, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, ব্যাংক গ্রাহকদের টাকা ও বাজারে লুটপাট করছে। পুলিশ থানা ও নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে আক্রমণ চালিয়ে পাহাড়ি এলাকার মানুষকে আতঙ্কিত করে তুলেছে। তাদের এ নৃশংসতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। আতংকে ঘর থেকে বের হতে পারছে না। মুখ থুবড়ে পড়েছে পাহাড়ের পর্যটন শিল্প।
বিবৃতিতে জি এম কাদের আরও বলেন, জনগণের নিরাপত্তা রক্ষা অত্যন্ত জরুরি। কেএনএফ এর সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :