AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজপথের রাজা ছাত্রলীগ: সাদ্দাম


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮:৫৮ পিএম, ১১ জুলাই, ২০২৪
রাজপথের রাজা ছাত্রলীগ: সাদ্দাম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, যৌক্তিক দাবিকে যারা অযৌক্তিক পন্থায় আদায় করতে চায় তাদের উদ্দেশ্য ভিন্ন। রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ, রাজপথের রাজা ছাত্রলীগ। ‘ব্লকেড ব্লকেড খেলা চলবে না। ’

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, মামা বাড়ির আবদারের মতো যেখানে সেখানে ব্লকেড দিয়ে বসেছে। এই মুহূর্তে বাংলাদেশে কোনো কোটা পদ্ধতি নেই। এরপরও ব্লকেড ব্লকেড খেলা এবং দুর্ভোগ তৈরির কোনো যৌক্তিকতা আছে?

তিনি আরও বলেন, বুয়েটে রাব্বির সিট বাতিল করেছে, কোথাও কোনো অবরোধ হয়েছে? কোথাও কোনো দুর্ভোগ হয়েছে? আইনের মাধ্যমে রাব্বি তার সিট ফিরে পেয়েছে?

সাদ্দাম বলেন, একবার বলে মেধা না কোটা একবার বলে কোটার সংস্কার চায়? তারা আসলে কোনটা চায়? আদালত বলছে কোটা নেই, তাও তারা আন্দোলন করছে। তারা কি কোটার সংস্কার চায় নাকি কোটায় কোটায় আন্দোলন করতে চায়?

বিএনপিকে উদ্দেশ্য করে ছাত্রলীগ সভাপতি বলেন, আগে খেলতো আন্দোলন আন্দোলন খেলা এখন খেলছে সমর্থন সমর্থন খেলা। এখন যারা শাহবাগে রয়েছে, তারা প্রফেশনাল আন্দোলনকারী।

তিনি বলেন, ব্যানারে লিখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা ব্যবস্থা তুলে দেয়ার পর পার্বত্য চট্টগ্রামে দুজন সুযোগ পেয়েছে। কোটা তুলে দেয়ার পর পুলিশ প্রশাসনে মেয়েরা শতকরা ৪জন সুযোগ পেয়েছে।

সাদ্দাম বলেন, কোটা মানে কি কম মেধা? মেয়েরা কি প্রিলিমিনারিতে পাস করে না? সব পাস করেই তো সুযোগ পায়। নারীদের যে কোটা রয়েছে তাতে বাংলাদেশের প্রত্যেকটি মেয়ে সাংবিধানিক সুযোগ পাবে।

তিনি বলেন, চার বছর পর ফুটবল খেলার জন্য অপেক্ষা করি, বিএনপি জামাতে সময় বিসিএসের জন্য অপেক্ষা করা লাগতো।  বিএনপির আমলে হাওয়া ভবন থেকে লিষ্ট ধরিয়ে দেয়া হতো কারা বিসিএস ক্যাডার হবে।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!