আত্মস্বীকৃত রাজাকারদের বিষয়টা দেখার জন্য ক্যাম্পাসে ছাত্রলীগ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ছাত্রলীগ তাদের জবাব দেবে।
সোমবার (১৫ জুলাই) দলের এক সভায় কোটা ইস্যুতে ওবায়দুল কাদের একথা বলেন।
তিনি বলেন, উচ্চ আদালতে বিচারাধীন বিষয়ে মতামত দেওয়া আদালত অবমাননার সামিল। কোটা নিয়ে আন্দোলনের নামে তারা সরকার বিরোধী আন্দোলন করতে যাচ্ছে। এদের সাথে বিএনপির জামাতসহ সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে। প্রকাশ্যে তারা সমর্থন করেছে। যা তাদের গতকাল রাতের স্লোগানে প্রকাশ পেয়েছে।
কাদের বলেন, রাজাকার পরিচয় জাতীয় চেতনার পরিপন্থী। স্বাধীনতার পরাজিত অপশক্তির কোনো প্রকার আস্ফালন আওয়ামী লীগ মেনে নেবে না। নিজেদের কীভাবে রাজাকার বলে পরিচয় দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা? রাষ্ট্র প্রতিষ্ঠার চেতনার পরিপন্থী হয়ে কিভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :