কোটাবিরোধী আন্দোলনের শুরুতে সরকারের একাধিক কৌশলগত ভুল হয়ে গেছে। এ কারণে তারা দেশে-বিদেশে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছে। এমন অবস্থায় এখন তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না দিয়ে ভেবেচিন্তে পা ফেলতে চাইছে সরকার ও আওয়ামী লীগ। তারা কোনো উসকানিতে পা না দিয়ে সর্বোচ্চ সহনশীলতা দেখিয়ে পরিস্থিতি সামাল দিতে চায়।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা কালের কণ্ঠকে এমনটা জানিয়েছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ কালের কণ্ঠকে বলেন, ‘আমরা চাচ্ছি দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ আসুক। দেশের অনেক ক্ষতি হচ্ছে। আমদানি-রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চাচ্ছেন যা-ই হয়েছে—এখন পরিস্থিতি স্বাভাবিক হোক। কিছু উসকানিদাতার জন্য অনেকে বিভ্রান্ত হচ্ছে।’ দলীয় একাধিক সূত্র মতে, একসঙ্গে দ্বিমুখী বড় চাপ সামাল দিতে হচ্ছে সরকারকে। একদিকে দেশের অভ্যন্তরীণ শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনা, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্রদের বড় চাপে রয়েছে সরকার।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :