ছাত্র আন্দোলনের মধ্যেই ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। কর্মসূচিকে ঘিরে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা গেছে ক্ষমতাসীনদের।
৪ আগস্ট রোববার সকাল সাড়ে ৯টা থেকেই রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নেয় তারা।
সরেজমিন দেখা গেছে, রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, মিরপুর ১০, রাসেল স্কয়ার, কারওয়ান বাজার, আল্লাহ করিম জামে মসজিদের সামনে, আসাদগেট, ধানমন্ডি ২৭ নম্বরসহ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। এ সময় কিছু কিছু জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এর আগে, শনিবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের চলমান পরিস্থিতিতে রোববার ঢাকার প্রতিটি ওয়ার্ডে এবং দেশের সব মহানগর এবং জেলায় জমায়েত কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল পালন করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :