বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে চায় বিএনপি। আর এই সময় নির্ধারণ হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে। বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
ফখরুল বলেন, দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝাবুঝিও সৃষ্টি হতে পারে।
মির্জা ফখরুল বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় কারা বিরাজনীতিকরণের চেষ্টা করেছিল বিএনপি তা ভুলে যায়নি। বিএনপি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করে এসেছে, একটি নিরপেক্ষ নির্বাচন চায়। জনগণের সমর্থনের সরকারের মাধ্যমে দেশের প্রকৃত সংস্কার আসবে। তবে কেউ যেন বিভাজন সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।
বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না বলেও জানান মির্জা ফখরুল। বলেন, যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে তাদের রাজনীতি করার অধিকার আছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :