AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই: মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩৭ পিএম, ২৮ আগস্ট, ২০২৪
আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই: মির্জা ফখরুল

বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল জানান, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তাদের রাজনীতি করার অধিকার আছে। সেইসাথে বিএনপির দখলদারিত্ব নিয়ে জামায়াত আমিরের অভিযোগের পালটা জবাবও দেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। সে যে দলই হোক। আমার সংবিধান, গণতন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে যে কোনো ব্যক্তির অধিকার আছে সংগঠন করার। কিন্তু সেটা স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে।’

দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকারের সাথে অন্তর্বর্তী সরকারের অতিদ্রুত আলোচনা প্রয়োজন, এটা আমরা জোর দিয়ে বলেছি। আবারো আজকে বললাম। অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার। নাহলে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়। আর সবকিছু তো আর পাবলিকলি হয় না। অনেক সময় আলোচনার মাধ্যমেও অনেক কিছু বেড়িয়ে আসে।’

অন্যদিকে, আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন দাবি করেন, সরকারি পদে থাকা আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্রুত অপসারণ করতে হবে।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!