বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ৮ নভেম্বর সর্ববৃহৎ র্যালি করে ইতিহাস গড়বে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী শুক্রবার (৮ নভেম্বর) র্যালি হবে। এই র্যালি সর্ববৃহৎ র্যালি হবে। এই র্যালি ইতিহাস গড়বে।
র্যালি সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জেলা, মহানগর সব পর্যায়ে এই র্যালি অনুষ্ঠিত হবে। ৫ আগস্টের শহীদদের স্মরণ করা হবে র্যালিতে।’
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মানুষের মন থেকে বিগত সরকার মুছে দিতে চেয়েছিল জানিয়ে এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
বিএনপির এই নেতা আরও জানান, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। বিভিন্ন নামে বিভিন্নভাবে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :