AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশ পরিচালনার দায়িত্ব পেলে আহতদের পুনর্বাসন করা হবে: বিএনপি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৬ পিএম, ১৪ নভেম্বর, ২০২৪
দেশ পরিচালনার দায়িত্ব পেলে আহতদের পুনর্বাসন করা হবে: বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব আহতদের পুনর্বাসন করা হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আহতদের পাশে থাকতে। তাৎক্ষণিকভাবে গতরাতে তিনি ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। সেটা পৌঁছে দিতে এসেছি এখানে।

তিনি আরও বলেন, আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে সব আহতদের পুনর্বাসন করা হবে।

এ সময় তিনি বলেন, দেশে এখনও ফ্যাসিবাদী গোষ্ঠী কীভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। কীভাবে দেশে রাজনীতি করার কথা বলে আমরা বুঝি না।

এদিকে বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত  আন্দোলনরতদের সঙ্গে দেখা করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মাহফুজ আলম।

উপদেষ্টারা ভুল স্বীকার করে নিজেদের ঘাড়ে দায় নিয়ে রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেন আহত আন্দোলকারীদের।

উল্লেখ্য, সরকারের ভূমিকায় অসন্তোষ জানানোর পাশাপাশি নিজেদের চরম দুর্দশার কথা তুলে ধরতে হাসপাতালের শয্যা ছেড়ে বুধবার দুপুর থেকে সড়কে বিক্ষোভ করেন জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।

এর আগে সকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। কিন্তু আহতদের তোপের মুখে হাসপাতাল ছাড়তে হয়েছে তাদের। এরপর আহতরা আন্দোলন শুরু করেন।   

 

একুশে সংবাদ/এনএস

Link copied!