AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবি পার্টির কাউন্সিল ২৮ ডিসেম্বর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫৫ পিএম, ১ ডিসেম্বর, ২০২৪
এবি পার্টির কাউন্সিল ২৮ ডিসেম্বর

প্রথমবারের মতো কাউন্সিলের মধ্যদিয়ে নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আগামী ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে কাউন্সিলের ঘোষণা দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ও অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া।

যোবায়ের আহমদ ভূঁইয়া জানান, আগামী ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৮ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৯ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৪-২৫ ডিসেম্বর, ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে ২৮ ডিসেম্বর। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচনের শিডিউল ঘোষণা করে তিনি বলেন, মনোনয়নপত্র জমা ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৪ ডিসেম্বর, ভোট গ্রহণ ২৬ ডিসেম্বর, ফলাফল প্রকাশ হবে ২৮ ডিসেম্বর।

এনইসির নির্বাচনের শিডিউল ঘোষণা করে তিনি বলেন, মনোনয়নপত্র জমা ৫-১০ ডিসেম্বর, যাচাই বাছাই ১১-১২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৩ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর, ভোটগ্রহণ ১৯-২০ ডিসেম্বর, ফলাফল ঘোষণা হবে ২১ ডিসেম্বর।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের উপদেষ্টা এএফএম সোলায়মান চৌধুরী, এবি পার্টির আহবায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

এবি পার্টির জাতীয় কাউন্সিল আয়োজনের তারিখ ও নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, চার বছর আগে আমরা করোনাকালে কঠিন পরিস্থিতিতে এই অফিস থেকেই আমার বাংলাদেশ পার্টি‍‍`র যাত্রা শুরু করেছিলাম। করোনার পর আমরা কয়েকবারই চেষ্টা করেছিলাম কাউন্সিল অনুষ্ঠানের, তবে ফ্যাসিবাদী সরকারের নির্যাতন, নিপীড়ন, স্বৈরাচার পতনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণসহ নানা কারণে আমাদের কাউন্সিল করা সম্ভব হয়নি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির উপদেষ্টা পরিষদের সদস্য এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহবায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, এবি পার্টির অভ্যন্তরীণ নির্বাচন পরিচলনা কমিটির আহবায়ক, পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও অন্যতম নির্বাচন কমিশনার বিচারপতি আকতারুল আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, গাজীপুরের সদস্য সচিব আমজাদ খান, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনোয়ার ফারুক, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আহমেদ বারকাজ নাসির, কেফায়েত হোসেন তানভীর, যুবপার্টির প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌসী আক্তার অপি সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!