মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলসামস্ বাহিনী দেশের বরেণ্য শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিকব্যক্তিত্বসহ বুদ্ধিজীবীদের পূর্ব প্রণীত নীলনকশা অনুযায়ী হত্যা করে।
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় সদস্য কমরেড দীপংকর সাহা দীপু, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড দেবাশীষ প্রামাণিক লেবু, কমরেড সাদাকাত হোসেন খান বাবুল,কমরেড কিশোর রায়, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড তৌহিদুল রহমান, ঢাকা মহানগর সদস্য কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড কাজী আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড তাপস দাস, কমরেড তাপস কুমার রায়, কমরেড জাকির হোসেন, কমরেড মীর ফিরোজ আলম, কমরেড বাচ্চু মিয়া প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মুষ্টিবদ্ধ হাত তুলে শহীদদের লাল সালাম জানান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :