বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট পাওয়া গেছে এবং সেগুলোর ভিত্তিতে চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর ফলে সাবেক প্রধানমন্ত্রীর মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।
তিনি জানিয়েছেন, "আজ আরও কিছু রিপোর্ট পাওয়া যাবে। তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে, তবে তা উল্লেখযোগ্যভাবে উন্নত বলা যায় না। বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে, টেস্ট রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে।"
বেগম খালেদা জিয়ার চিকিৎসা বর্তমানে তার বড় ছেলে তারেক রহমানের তত্ত্বাবধানে লন্ডন ক্লিনিকে চলমান, যেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি তার চিকিৎসা করছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, ‘কেনেডির সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন আরও কয়েকজন চিকিৎসক। রিপোর্টে কী এসেছে তা আমি বলতে পারব না। তবে তার চিকিৎসা ভালোভাবেই চলছে।’
তিনি বলেন, ‘চিকিৎসকের অনুমতি নিয়ে হাসপাতালে রাতে থাকছেন জিয়া পরিবারের সদস্যরা। নাতনী ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন বুধবার রাতে। বৃহস্পতিবার রাতে ছিলেন পুত্রবধূ জোবাইদা রহমান। সারাদিন হাসপাতালে থাকছেন তারেক রহমান। তিনি পুরো চিকিৎসা তদারকি করছেন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে ভালো সময় কাটছে খালেদা জিয়ারও। কাল খুব হাসি খুশি দেখা গেছে ম্যাডামকে। রিল্যাক্স মুডে আছেন বলা যায়।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :