AB Bank
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘কিংস পার্টি’ গঠন নিয়ে শঙ্কা রিজভীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১২ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৫
‘কিংস পার্টি’ গঠন নিয়ে শঙ্কা রিজভীর

বেশ কিছুদিন ধরে নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে। এবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরাসরি এ বিষয়টি নিয়ে কথা বললেন। তিনি অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে থেকেই নতুন একটি রাজনৈতিক দল, "কিংস পার্টি," গঠনের পরিকল্পনা চলছে।

তিনি বলেছেন, সরকারের অভ্যন্তর থেকে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চলছে। এতে স্বাভাবিকভাবেই মানুষের মনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। তিনি আরও অভিযোগ করেছেন যে, সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে অগ্রাধিকার দিচ্ছে। এই ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে, অন্যথায় অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের বিশ্বাস ও ধারণা পরিবর্তিত হতে পারে। কারণ, এখন পর্যন্ত জনগণ এই সরকারকে একটি নিরপেক্ষ সরকার হিসেবে দেখছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন।

তিনি বলেন, ‘সরকারের "আগে সংস্কার, পরে নির্বাচন" বক্তব্য আসলে শেখ হাসিনার পূর্বের "উন্নয়ন পরে গণতন্ত্র" স্লোগানকেই মনে করিয়ে দেয়।’

রিজভী আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে, এতে কোনো বাধা নেই। তবে সংস্কারের নামে প্রক্রিয়াকে অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, সরকারের প্রতিটি স্তরে ফ্যাসিস্ট শক্তির দোসররা কৌশলে অবস্থান নিয়েছে, যা দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি।

রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, আর সরকার সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ করছে। তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফলাফল। ৫ আগস্টের আন্দোলনের বিজয় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মাইলফলক হিসেবে কাজ করেছে, যার ভিত্তি রচনা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জনগণের প্রত্যাশা পূরণে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে বিএনপির এই নেতা ‘এক-এগারো’ প্রসঙ্গ টেনে বলেন, কিসের ভয় দেখানো হচ্ছে? ১/১১ এর পুনরাবৃত্তি হবে বলে কি মনে করা হচ্ছে? তিনি আরও বলেন, উপদেষ্টারা কি এখন দেশের বিজ্ঞজনদের রাজনীতি শেখানোর চেষ্টা করছেন?

 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Link copied!