AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপির বর্ধিত সভায় আসছে তারেক রহমানের নানামুখী নির্দেশনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
বিএনপির বর্ধিত সভায় আসছে তারেক রহমানের নানামুখী নির্দেশনা

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে টাকা আত্মসাৎ মামলার রায় ঘোষণার আগে বিএনপি নির্বাহী কমিটির প্রথম বৈঠক করেছিল। ওই বৈঠকের সাত বছর পর আবারও বর্ধিত সভা ডাকা হয়েছে। সারা দেশ থেকে নেতাকর্মীরা এই সভায় যোগ দেবেন।

আগামী ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় সংসদের এলডি হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে, যেখানে অন্তত চার হাজার নেতাকর্মীর উপস্থিতি হতে পারে, এমন ধারণা করছে দলীয় সূত্র।

দলের দায়িত্বশীলেরা জানিয়েছেন, আগামী বর্ধিত সভায় নির্বাহী কমিটির সদস্য, ২০১৮ সালে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, সব সাংগঠনিক জেলা, উপজেলার সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন সময়ে গঠিত উপ-কমিটিগুলোর সদস্যরাও উপস্থিত থাকবেন। এছাড়া মনোনয়ন ফরম কিনেছেন, এমন ব্যক্তিরাও আমন্ত্রিত হয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।’

নির্বাহী কমিটির বর্ধিত সভা হলেও এবার তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যদের সঙ্গে আলাপকালে জানা গেছে, আগামী নির্বাচন, সম্ভাব্য দেশের পরিস্থিতি, করণীয়, কর্মসূচি নিয়ে তৃণমূলের মতামত শুনতে আগ্রহী বিএনপির শীর্ষ নেতৃত্ব।

আগামী জাতীয় সংসদ নির্বাচনি বৈতরণী পার করতে দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দেবেন তারেক রহমান।

স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘এক পরিস্থিতি থেকে আরেক পরিস্থিতিতে উত্তীর্ণ দেশ। এ কারণে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে চান শীর্ষ নেতৃত্ব।’

বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ও বিভিন্ন কার্যক্রমে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে আভাস পাওয়া গেছে, বর্ধিত সভায় তারেক রহমান বেশ কয়েকটি বিষয়ে নির্দেশনা দেবেন। এরমধ্যে উল্লেখযোগ্য— আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় অভ্যন্তরীণ ঐক্য জোরদার, দলের বিরুদ্ধে নানামুখী তৎপরতার বিষয়ে সতর্ক করা, বিগত দিনের আন্দোলনে নিহত, আহত ও ত্যাগী দলীয় নেতাকর্মীদের এবং তাদের পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ করা।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য মনে করেন, আগামী দিনে বিএনপির নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেবেন তারেক রহমান। নির্বাচনে প্রার্থিতা, ঐক্য বজায় রাখা, কোন্দল ঠেকানো, নির্বাচনি কার্যক্রমে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত হলে পরবর্তী সময়ে মূল্যায়ন করার বিষয়টিও তিনি উল্লেখ করতে পারেন।

জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গনমাধ্যমকে বলেন, ‘বর্ধিত সভায় কী কী আলোচনা হবে বা নির্দেশনা আসবে— এগুলো স্থায়ী কমিটিতে আলোচনার পর বলতে পারবো। আগে আলোচনা হোক, তারপর কথা বলবো।’

প্রভাবশালী একজন দায়িত্বশীলের ভাষ্য— অনেক দূর থেকে দল পরিচালনা করার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে ধৈর্য ধরার আহ্বান জানাতে পারেন। বিগত সরকারের পতনের পর থেকে যেসব নেতাকর্মী বহিষ্কার হয়েছেন, তাদের প্রতিও বার্তা দেবেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের প্রতি প্রত্যাশামূলক বক্তব্য দেবেন বলে মনে করেন এই দায়িত্বশীল।

 

একুশে সংবাদ/ব.ট/এনএস

Link copied!