গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন যে, সরকার ও প্রশাসন কিছু নির্দিষ্ট ছাত্রনেতার প্রভাবাধীন হয়ে পড়েছে।
শনিবার (১ মার্চ) বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থানের ভূমিকাকে প্রাধান্য না দিয়ে একটি নির্দিষ্ট বলয়কেন্দ্রিক সরকার গঠন হয়েছে। ছাত্র নেতৃবৃন্দ অভ্যুত্থানের স্পিরিটকে ভুলে গিয়ে পুরাতন পথে হাটলে তা হবে জনগনের সাথে বিশ্বাসঘাতকতা।
সরকারে থাকা সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা ছাত্র-জনতার সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে।
এ সময় ছাত্রদের নতুন দলকে স্বাগত জানিয়ে সরকারে থেকে উপদেষ্টাদের সমর্থন ও সাহায্যের সমালোচনা করেন গণ অধিকার পরিষদের সভাপতি।
এ ছাড়া গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও অভিযোগ করেন নুরুল হক নুর।
একুশে সংবাদ/আ.ট/এনএস
আপনার মতামত লিখুন :